তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ গণতন্ত্র ফিরিয়ে আনবে- ওয়ারেছ আলী মামুন
তিনি বলেন, জিয়াউর রহমান বাকশাল ভেঙ্গে দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে ছিলেন।

প্রথম নিউজ, জামালপুর প্রতিনিধি: বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, আজকে বাংলাদেশের মানুষের যে মুক্তির সংগ্রাম তা স্তব্ধ করা যাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ আজ তাদের গণতন্ত্র ফিরিয়ে আনবে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য আজ গণআন্দোলন করছে।
তিনি বলেন, জিয়াউর রহমান বাকশাল ভেঙ্গে দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে ছিলেন। সকল রাজনৈতিক দলের রাজনীতি করার সুযোগ সৃষ্টি করে দিয়ে ছিলেন। তিনি সেদিন বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন না করলে আজকে রাজনৈতিক দলগুলো রাজনীতি করার সুযোগ পেতেন না। তিনি আরো বলেন,দেশে কোন বৈধ সরকার নেই। বৈধ সরকার ছাড়া একটা দেশ পরিচালিত হতে পারে না। দেশের গণতন্ত্র আজ ভূলুণ্ঠিত হয়েছে, আজকে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, দেশের প্রতিটি মানুষ আওয়ামী লীগ ও রাস্ট্রীয় যন্ত্রের কাছে জিম্মি হয়ে পড়েছে।
দেশের আইন আদালত ধ্বংস হয়ে গেছে। এ আদালতের মাধ্যমেই আজ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলে বন্দি করে রাখা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কোনো প্রমাণ নেই, এর পরেও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় পরে তার নাম দেয়া হয়েছে। তিনি বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র রক্ষায় সরকার পতনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃতে যে কোনো আন্দোলন সংগ্রামে বিএনপির প্রতিটি নেতা-কর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান।
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ বুধবার ৩১মে বিকেলে শহরের স্টেশন রোডে জেলা বিএনপি অফিসের সামনের রাস্তায় শহর বিএনপি আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও গরীব মানুষের মাঝে খাবার বিতরনকালে তিনি এসব কথা বলেন।
শহর বিএনপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে শহর বিএনপির সাধারন সম্পাদক শাহ আবদুল্লাহ আল মাসুদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহসভাপতি এডভোকেট ফজলুল হক, শফিউর রহমান শফি, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, সজিব খান, সহসাংগঠনিক সম্পাদক মাইন উদ্দিন বাবুল, জেলা মহিলা দলের সভানেত্রী শেলিনা বেগম প্রমূখ। আলোচনা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং আট শতাধিক মানুষের মাঝে তবারক বিতরন করা হয়।