‘তোপের মুখে’ দেশে ফিরলেন হাজী সেলিম
তিনি দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি।

প্রথম নিউজ, ঢাকা: বিভিন্ন মহলের সমালোচনার মধ্যে দেশে ফিরেছেন ঢাকা-৭ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিম। তিনি দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি।
হাজী সেলিমের একান্ত সচিব মহিউদ্দিন মাহমুদ বেলাল আজ বৃহস্পতিবার (৫ মে) তার দেশে ফেরার তথ্য নিশ্চিত করেছেন। মহিউদ্দিন মাহমুদ জানান, বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় দেশে ফিরেছেন হাজী সেলিম।
এর আগে গত সোমবার স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্যাংকক যান ঢাকা-৭ আসনের এই সংসদ সদস্য। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে হাজী সেলিমের ১০ বছরের সাজা বহাল রেখে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় ১০ ফেব্রুয়ারি প্রকাশিত হয়। রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে হাজী সেলিমকে ঢাকার বিশেষ জজ আদালত-৭ এ আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট। ওই সময় সীমার মধ্যেই আওয়ামী লীগের সংসদ সদস্য দেশ ছেড়েছিলেন। বিষয়টা নিয়ে নানা মহলে নানা ধরনের বিতর্কের জন্ম নেয়। এ নিয়ে সমালোচনার মধ্যেই দেশে ফিরলেও এই সংসদ সদস্য।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews