ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালক-যাত্রী নিহত

আজ সোমবার  সকাল পৌনে ১০টার দিকে নাটোর-বগুড়া সড়কের সিংড়া উপজেলার চৌগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালক-যাত্রী নিহত

প্রথম নিউজ,নাটোর: নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালক ও যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ সোমবার  সকাল পৌনে ১০টার দিকে নাটোর-বগুড়া সড়কের সিংড়া উপজেলার চৌগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।   ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজওয়ানুল ইসলাম কে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, সোমবার সকালে নাটোর-বগুড়া আঞ্চলিক সড়কের সিংড়া উপজেলার চৌগ্রাম এলাকায় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই অটোরিকশার চালকের মৃত্যু হয়।  পরে হাসপাতালে নেওয়া পথে এক যাত্রী মারা যায়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় সংগ্রহের চেষ্টা চলছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom