টানা তিনটি ভূমিকম্পে কাঁপল ইস্তাম্বুল, আতঙ্কে রাস্তায় মানুষ

টানা তিনটি ভূমিকম্পে কাঁপল ইস্তাম্বুল, আতঙ্কে রাস্তায় মানুষ

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: তুরস্কের বৃহত্তম রাজধানী ইস্তাম্বুল ও আশপাশের এলাকায় পরপর তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি ছিল ৬ দশমিক ২ মাত্রার। এটির উৎপত্তি ইস্তাম্বুলের পশ্চিম উপকূলের মারমারা সাগরে। এতে দেশটির সবচেয়ে বড় শহরের বাসিন্দারা আতঙ্কে রাস্তায় নেমে আসে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া সোশ্যালে জানিয়েছেন, মারমারা সাগরের সিলিভ্রিতে ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে, যা আশপাশের প্রদেশগুলোয় অনুভূত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ এলাকাগুলো পর্যবেক্ষণ করছে।

তুরস্কের দুর্যোগ সংস্থা কয়েক মিনিটের মধ্যে তিনটি ভূমিকম্প রেকর্ড করেছে। সবগুলোয় ইস্তাম্বুলের কাছাকাছি এলাকায় এবং মারমারা সাগরের উপকূলে। এর মধ্যে প্রথমটি ৩.৯ মাত্রার, দ্বিতীয়টি ৬.২ মাত্রার এবং তৃতীয়টি ৪.৪ মাত্রার। ইস্তাম্বুলে ১ কোটি ৬০ লক্ষ মানুষ বসবাস করে। ফলে টানা ভূমিকম্প হতভম্ব করে দিয়েছে বাসিন্দাদের।

এর আগে ২০২৩ সালে তুরস্ক ও সিরিয়ার সীমান্ত বরাবর ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ধ্বংসস্তূপে পরিণত হয় তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চল। দেশটিতে আঘাত হানা ওই ভয়াবহ ভূমিকম্পে ৫৩ হাজার ৫৩৭ জন মারা গেছেন।