টুইঙ্কেলকে পাশে পেয়ে স্বস্তিতে দীপিকা

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: রণবীর সিংয়ের সঙ্গে প্রেম করার পাশাপাশি দীপিকা পাড়ুকোন একাধিক পুরুষের সঙ্গে ডেট করেছেন। সম্প্রতি ‘কফি উইথ করণে’ অনুষ্ঠানে এসে এমনটাই খোলসা করেছিলেন দীপিকা। তারপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ অভিনেত্রীকে নিয়ে নানা ধরনের ট্রোল হতে থাকে। নেটিজেনদের বিরূপ মন্তব্যে নাজেহাল হয়ে পড়েন দীপিকা। এমন সময় এ অভিনেত্রী তেমন কাউকে পাশে পায়নি। এবার সেই ট্রোলের জবাব দিতে দীপিকার পাশে দাঁড়ালেন টুইঙ্কেল খান্না। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লম্বা পোস্ট করেছেন টুইঙ্কেল। তিনি লিখলেন, ধরুন আপনি একটা সোফা কিনতে গিয়েছেন। কেনার আগে নিশ্চয়ই একাধিক সোফার উপর বসবেন। দেখে নেবেন কোন সোফাটা আপনার জন্য একেবারে উপযুক্ত।
ঠিক তেমনই এই সোফায় কাকে সঙ্গে নিয়ে বসবেন সেটা বেছে নেয়ার জন্যও তো সময় দিতে হবে। একাধিক অপশনও দেখতে হবে। টুইঙ্কেল আরও লেখেন, ‘কফি উইথ করণে’ দীপিকা যা যা বলেছেন, তা নিয়ে ট্রোল না করে, সেটা থেকে শিক্ষা নিন। দেখবেন তাহলে রাজপুত্রের বেশে থাকা ব্যাঙকে চুমু খেতে হবে না! সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইঙ্কেলকে পাশে পেয়ে বেশ স্বস্তিতে আছেন দীপিকা। সংকটের সময় পাশে দেবদূতের মতো হাজির হয়েছেন খান্না। মূলত দীপিকার প্রতি নেটিজেনদের বিরূপ মন্তব্যের জেরে পাল্টা মন্তব্যে নেটিজেনদের একহাত নেন টুইঙ্কেল খান্না।