গরমে হিটস্ট্রোকের ঝুঁকি কমাবে যে ফল

প্রথম নিউজ, অনলাইন: বেল খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আপনি যদি গরমে প্রতিদিন বেল খেতে পারেন, তাহলে সুস্থ থাকবে আপনার শরীর। গরমের এই সময়ে আপনি বেলের শরবত খেতেই পারেন। যা খেলে আপনার অন্ত্রও ভালো থাকবে।
প্রতিদিন সকালে খালি পেটে বেল খাওয়া খুব উপকারী। এতে শরীর ভালো থাকার পাশাপাশি আপনার বদহজমের ঝুঁকিও কমবে। খালি পেটে বেলের শরবত খাওয়া উপকারী।
কোনো ভারী খাবার খাওয়ার পর বেল না খাওয়াই ভালো।
এতে উপকারের চেয়ে ক্ষতি হয় বেশি। পেট ভার হয়ে থাকে, আবার অনেকের গ্যাসের সমস্যাও বাড়তে থাকে। গরমে বেল খেলে কী কী উপকার, তা জানুন এই প্রতিবেদনে।
বেলে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ, বিটা ক্যারোটিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফাইবার, আয়রন, অ্যান্টি-অক্সিডেন্ট থাকে।
যা হজম ক্ষমতা বাড়ানোর পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে থাকবে। তাই আপনি প্রতিদিন এই বেল খেতে পারেন।
বেলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা গ্যাস, ডায়রিয়া কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা কমাতে পারে। খালি পেটে যদি প্রতিদিন বেল খেতে পারে, তাহলে কখনোই আপনার গ্যাস হজমের সমস্যা হবে না।
গরমকালে বেলের শরবত খাওয়া খুব উপকারী। এটি খেলে শরীর ঠাণ্ডা থাকে। আবার শরীরের পানির অভাব হয় না। আমাদের মধ্যে অনেকেই জানেন না যে হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতেও বেল অনেক উপকারী।
বেলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা ফ্যাটি লিভারের ঝুঁকি কমায়। কিডনি পরিষ্কার রাখে। এমনকি আপনার শরীরও ফিট রাখবে। তা ছাড়া কোষ্ঠকাঠিন্যের ঝুঁকিও কমাতে সাহায্য করে এই ফল।
ডায়াবেটিক রোগীরাও খেতে পারেন
ডায়াবেটিক রোগীরাও কিন্তু বেল খেতে পারেন। তবে যদি আপনার রক্তে শর্করার মাত্রা বেশি থাকে, তাহলে বেল খাওয়ার আগে একবার চিকিৎসকের পরামর্শ নিন
বেলের শরবত তৈরি করা খুব সহজ। প্রথমে মাঝখান থেকে বেলকে ভেঙে ফেলুন। তারপরে তার দানাগুলো সরিয়ে নিন। তারপর একটি পাত্র রেখে কিছুটা পানি দিয়ে ভালোভাবে বেলটাকে চটকে নিন। তারপর চালুনি দিয়ে ভালোভাবে ছেঁকে নিন।
এরপর তাতে সামান্য মধু কিংবা চিনি দিতে পারেন। তারপর ভালোভাবে মিশিয়ে নিন। আধঘণ্টা ফ্রিজে রেখে দিন। তাহলেই তৈরি হয়ে যাবে আপনার বেলের শরবত। এটি খেতে যেমন অসাধারণ, তেমনি স্বাস্থ্যের জন্যও খুব উপকারী।