খালেদা জিয়া আগের তুলনায় অনেকটাই সুস্থ : ডা. জাহিদ

খালেদা জিয়া আগের তুলনায় অনেকটাই সুস্থ : ডা. জাহিদ

প্রথম নিউজ, ঢাকা : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, চি‌কিৎসকরা নি‌বিড়ভাবে খালেদা জিয়াকে পর্যবেক্ষণ করছেন। ওনার শারী‌রিক অবস্থা স্থি‌তিশীল। চিকিৎসার পাশাপাশি প্রায় সাত বছর পর পরিবারের সদস্যদের কাছে পেয়ে আগের তুলনায় তিনি অনেকটাই সুস্থতা বোধ করছেন। মান‌সিক প্রশা‌ন্তিই ওনার শারীরিক সুস্থতাকে বা‌ড়িয়ে দিচ্ছে।

সোমবার (৩ মার্চ) দিবাগত রাতে লন্ডনে ‘জিয়া প‌রিষদ, ইউকে’ আয়ো‌জিত সভা ও ইফতার মাহ‌ফিল শেষে সাংবা‌দিকদের সঙ্গে আলাপকালে তি‌নি এ কথা বলেন।  তিনি আরো বলেন, খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠেছেন এ কথা আমি বলব না। তবে অতীতের তুলনায় এখন অনেকটা সুস্থ আছেন।

শিগ‌গিরই চি‌কিৎসকের পরাম‌র্শ মতো উনি দেশে ফিরে যাবেন বলেও জানান ডা. এ জেড এম জা‌হিদ হোসেন। গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়।