অস্ট্রেলিয়ায় হাউজফুল ‘বরবাদ’, টিকিট না পেয়ে ফিরে গেছেন দর্শকরা

অস্ট্রেলিয়ায় হাউজফুল ‘বরবাদ’, টিকিট না পেয়ে ফিরে গেছেন দর্শকরা

প্রথম নিউজ, অনলাইন: রোজার ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের বরবাদ। মুক্তির পর থেকেই ঝড় তুলেছে ছবিটি। দর্শকদের কাছে তো বটেই, সমালোচকদের প্রশংসাও কুড়িয়ে নিয়েছে। দেশে এখনও চলছে বরবাদের তাণ্ডব।
এরইমধ্যে বিদেশে মুক্তি পেয়ে সেখানেও তান্ডবের সূচনা করেছে শাকিবের ছবিটি। সর্বশেষ অস্ট্রেলিয়াতে মুক্তি পেয়ে বরবাদ। সেখানেও হাউজফুল। এমনকী সিনেমাহলে গিয়ে টিকিটও পাচ্ছেন না দর্শকরা

বাংলাদেশে সাড়া জাগিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালির পর এবার অস্ট্রেলিয়া মুক্তি পেল সুপারস্টার শাকিব খানের ‘বরবাদ’।
শনিবার (২৬ এপ্রিল) প্রথমদিনে সিডনির ব্যাংকস টাউনে দুটি শো রাখা হয়েছিল। প্রথম দিনের দুটি শো পুরোপুরি হাউজফুল গেছে। এমনকী টিকিটি না পেয়ে ফিরেও গেছে দর্শকেরা। 
 

অস্ট্রেলিয়ায় ‘বরবাদ’ মুক্তি দিয়েছে ঈগল এন্টারটেইনমেন্ট।
প্রতিষ্ঠানটির ডিরেক্টর সাব্বির চৌধুরী সম্প্রতি গণমাধ্যমে বলেছেন, যারা অগ্রিম টিকিট সংগ্রহ করেছিলেন তারাই ছবি দেখতে পাচ্ছেন। অনেকে অন্য সিনেমা দেখতে এসে পরে ‘বরবাদ’ দেখতে চাইছেন, কিন্তু টিকিট নেই। তারা আজকের টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন, আগেই সোল্ডআউট। শুরুটা দারুণভাবে হচ্ছে। সামনের দিনগুলো অনেক ভালো যাবে।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, কুইনসল্যান্ড, সাউথ অস্ট্রেলিয়া, তাসমানিয়া অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরি, নর্দার্ন টেরিটোরি এবং নিউজিল্যান্ডের অকল্যান্ড এবং তাউরাঙ্গা শহরগুলোতে চলছে ‘বরবাদ’। অস্ট্রেলিয়া ছাড়াও নিউজিল্যান্ডেও চলছে ছবিটি। 

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’-এ শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন ইধিকা পাল। আরও আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য, মানব সাচদেভ প্রমুখ।