অর্থ আর খ্যাতি আসে কাজের মাধ্যমে: নওয়াজুদ্দিন

২৫ কোটি রুপি পারশ্রমিক দিলেও আমি সেই ছোট ছোট চরিত্রে অভিনয় করব না।

অর্থ আর খ্যাতি আসে কাজের মাধ্যমে: নওয়াজুদ্দিন
অর্থ আর খ্যাতি আসে কাজের মাধ্যমে: নওয়াজুদ্দিন-ছবি সংগৃহীত

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীর জনপ্রিয়তা এক দিনে আসেনি। অসাধারণ অভিনয়দক্ষতা দিয়ে ধীরে ধীরে জায়গা করে নিয়েছেন দর্শক–মনে। কিন্তু এই অভিনেতা কি তাঁর অতীত ভুলতে চলেছেন? ছোট ছোট চরিত্রে অভিনয় করে যাঁর অভিনয়জীবন শুরু, সেই নওয়াজুদ্দিন এখন বলছেন, ২৫ কোটি রুপি পারিশ্রমিক দিলেও নাকি তিনি ছোট কোনো চরিত্রে অভিনয় করবেন না। নওয়াজুদ্দিন সিদ্দিকীর ক্যারিয়ার যখন শুরু, তখন তিনি জীবিকার তাগিদে যে চরিত্রের প্রস্তাব পেতেন, সেই চরিত্রেই অভিনয় করতেন। থিয়েটারে অভিনয় করার সময় অর্থের জন্য তিনি করেছিলেন অন্য কাজও। কিন্তু এখন তাঁর খ্যাতি আর অর্থ হয়েছে। তাই তো এখন আর তাঁর কাছে আসা সব কাজ তিনি করেন না। চরিত্রগুলো দেখে শুনে, গুরুত্ব বুঝে তারপর অভিনয় করেন।

সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নওয়াজুদ্দিন বলেন, ‘আমি অনেক ছোট ছোট চরিত্রে অভিনয় করেছি। এখন ২৫ কোটি রুপি পারশ্রমিক দিলেও আমি সেই ছোট ছোট চরিত্রে অভিনয় করব না। কারণ, অর্থ আর খ্যাতি আসে কাজের মাধ্যমে। ভালোভাবে কাজ করলে অর্থ আর খ্যাতি আপনার পেছনে ঘুরবে। আর কাজ না করে অর্থের পেছনে ঘুরলে কোনো সাফল্য আসবে না। তাই অর্থ আর সাফল্য নয়, নিজের কাজের প্রতি মনোযোগ দেওয়া উচিত।’ নওয়াজুদ্দিন সিদ্দিকী আরও জানান, ছোট ছোট চরিত্র করার কারণে তিনি অনেক কিছু শিখেছেন। সেই শিক্ষা তিনি আজীবন কাছে লাগিয়েছেন। এই ছোট চরিত্রগুলোয় অভিনয় করা নিয়ে তাঁর কোনো আক্ষেপ নেই। কারণ, তখন তিনি শিখেছেন। আর এখন তিনি কাজ করবেন বেছে বেছে এবং চরিত্রের গুরুত্ত্ব বুঝে।

‘গ্যাংস অব ওয়াসিপুর’ দিয়ে পরিচিতি পেয়েছিলেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। তারপর তাঁকে আর পেছনে তাকাতে হয়নি। একের পর এক ছবি, সিরিজে অভিনয় করে গেছেন। সর্বশেষ তাঁকে দেখা গেছে টাইগার শ্রফ ও তারা সুতারিয়া অভিনীত ‘হিরোপান্তি ২’ ছবিতে। আর শিগগিরই মুক্তি পেতে চলেছে তাঁর ভিন্নধর্মী একটি ছবি ‘হাড্ডি’। এই ছবিতে নওয়াজুদ্দিনকে দেখা যাবে নতুন এক চরিত্রে। ইতিমধ্যে ছবিতে নওয়াজুদ্দিনের লুক প্রকাশ পেয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom