অনুদানের মিথ্যা প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা

এ বিষয়ে সম্প্রতি সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড।

অনুদানের মিথ্যা প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা
ফাইল ফটো

প্রথম নিউজ, ঢাকা: বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের পরিচয় দিয়ে অনুদানের জন্য মিথ্যা প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে প্রতারক চক্র। এ বিষয়ে সম্প্রতি সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড। বোর্ডের মহাপরিচালক (সচিব) ড. নাহিদ রশীদ আজ রোববার জানান, সংশ্লিষ্টদের সতর্ক করতেই এ সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, প্রতারক চক্র মোবাইল ফোনে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের পরিচয় দিয়ে সেবাগ্রহীতাদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এ কার্যালয় থেকে সকল অনুদান (সাধারণ চিকিৎসা, জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা, শিক্ষাবৃত্তি, যৌথবিমা ও দাফন) শুধুমাত্র ইএফটির মাধ্যমে সেবাগ্রহীতাদের ব্যাংক হিসাবে পৌঁছে দেওয়া হয়। 

এতে বলা হয়, কর্মচারী কল্যাণ বোর্ড কখনোই কারো বিকাশ, নগদ, রকেট অ্যাকাউন্ট নম্বর, পিন, ওটিপি বা কোনো ধরনের মোবাইল ব্যাংকিংয়ের পিন জানতে চায় না। অনুদানের অর্থ পাওয়ার জন্য কোনো ব্যক্তি বিশেষের প্রলোভনে পড়ে প্রতারিত হয়ে লেনদেন না করার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হল। এ ধরনের কোন লেনদেন করলে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড দায়ী থাকবে না বলেও এতে জানানো হয়। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom