বাসচালকের ঘুমে প্রাণ গেল ১০ জনের, আহত ৩০

বাসচালকের ঘুমে প্রাণ গেল ১০ জনের, আহত ৩০

প্রথম নিউজ, অনলাইন: এক বাসচালকের ঘুমের কারণে ফিলিপাইনের উত্তরে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন। 

ফিলিপাইন রেড ক্রস জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরের কিছু পরে রাজধানী ম্যানিলার উত্তরে সুবিক-ক্লার্ক-টারলাক এক্সপ্রেসওয়েতে। 

এই দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাস, একটি ট্রাক এবং ৩টি অন্যান্য যানবাহন জড়িয়ে পড়ে বলে জানিয়েছে রেড ক্রস।খবর রয়টার্সের।

ফিলিপাইনের সংবাদমাধ্যম জিএমএ নিউজ জানায়, দুর্ঘটনায় জড়িত সলিড নর্থ বাস ট্রানজিট ইনক-এর মালিকানাধীন বাসটির চালক দাবি করেছেন, তিনি চালানোর সময় ঘুমিয়ে পড়েন। যার ফলে পেছনের গাড়িগুলোর সঙ্গে সংঘর্ষ হয় এবং ভয়াবহ চেইন-দুর্ঘটনা ঘটে।

টারলাক প্রদেশের পুলিশ প্রধানের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, চালকের অবহেলার কারণেই এই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।

এই মর্মান্তিক ঘটনার পর ফিলিপাইনের পরিবহনমন্ত্রী ভিন্স ডিজন সলিড নর্থ বাস ট্রানজিট ইনক-এর মালিকানাধীন সমস্ত কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছেন বলে তার দপ্তরের ফেসবুক পেজে জানানো হয়।

এদিকে দুর্ঘটনার পরপরই ফিলিপাইন রেড ক্রস দ্রুত একটি উদ্ধার ও চিকিৎসা দল ঘটনাস্থলে পাঠায়। তারা আহতদের চিকিৎসা সহায়তা দেয় এবং কিছু লোককে বাস থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনাস্থলে এখনো উদ্ধার অভিযান চলছে।

ফিলিপাইনে সড়ক দুর্ঘটনা একটি প্রচলিত ও গুরুতর জনস্বাস্থ্য সমস্যা। সেখানে চালকদের ক্লান্তি, যানবাহনের রক্ষণাবেক্ষণের অভাব এবং হাইওয়েগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে।

সর্বশেষ এই ঘটনায় নতুন করে উঠেছে চালক প্রশিক্ষণ ও দীর্ঘদূরত্বের যাত্রায় নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির প্রসঙ্গ।