পাবনায় বজ্রপাতে দ্বিখণ্ডিত হলো মেহগনিগাছ

প্রথম নিউজ, অনলাইন: পাবনায় বজ্রপাতের ঘটনায় একটি মেহগনিগাছ দ্বিখণ্ডিত হয়েছে। আজ মঙ্গলবার (৬ মে) সকালে বজ্রপাতে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাসের ভেতরে এ ঘটনা ঘটে।
ঘটনাটির প্রত্যক্ষদর্শী পাবনা এডওয়ার্ড কলেজের ফিজিকস দ্বিতীয় বর্ষের ছাত্র মো. তৌফিক ইমাম জানান, সকাল পৌনে ১০টার দিকে হালকা বৃষ্টির সময় প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়। এ সময় আমাদের চোখের সামনেই মেহগনিগাছটি বজ্রপাতে দ্বিখণ্ডিত হয়ে যায়।
তিনি বলেন, বজ্রপাতের শব্দে আমরা দ্রুত সবাই নিরাপদ স্থানে চলে যাই। আমার সঙ্গে আমার বন্ধু আলামিনও ছিল।