২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২ ডিসেম্বর। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগামী ২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত দেশে সব কোচিং সেন্টার বন্ধ থাকবে

প্রথম নিউজ, ঢাকা: এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২ ডিসেম্বর। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগামী ২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত দেশে সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘আগামী ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে। পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে আগামী ২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখতে হবে।’
এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবেন ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী। এর আগে বোর্ড সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে শিক্ষা মন্ত্রণালয়। বৈঠকে ২৫ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখার প্রস্তাব করা হয়েছিল।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: