সাভারে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪, আহত ৪০

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর এলাকায় দুটি বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন

সাভারে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪, আহত ৪০
সাভারে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪, আহত ৪০

প্রথম নিউজ, সাভার : সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর এলাকায় দুটি বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। আজ সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার বাসিন্দা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ইঞ্জিনিয়ার কাউসার আহম্মেদ রাব্বি, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আরিফুজ্জামান, বৈজ্ঞানিক কর্মকর্তা পূজা সরকার ও পরমাণু শক্তি কমিশন স্টাফ বাসের চালক রাজিব হোসেন। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,  সকালে ঢাকা-আরিচা মহাড়কের বলিয়াপুর এলাকায় একটি যাত্রবাহী বাস ইউটার্ন নেওয়ার সময় ঢাকাগামী একটি গরুবোঝাই ট্রাক বাসটির পেছনে ধাক্কা দেয়। এসময় বাসটির সামনের অংশ নবীনগরগামী লেনে বের হয়ে গেলে ঢাকা থেকে আসা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের একটি স্টাফবাহী বাস সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেয়ার পর  দুজন মারা যান। । তাদের সাভারের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার ভাইজার ইউসুফ হোসেন বলেন, আমাদের এখানে যেসব এক্সিডেন্টের রোগী এসেছে তার মধ্যে তিনজন মারা গেছেন। 

বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, আমরা অনেককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। স্পটে একজনকে মৃত অবস্থায় পেয়েছি। আহতেদের উদ্ধারে করে হাসপাতালে পাঠিয়েছি। আমাদের চারটি ইউনিটি কাজ করছে। সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আতিকুর রহমান বলেন, এখন পর্যন্ত তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি। একজন নারী ও দুজন পুরুষ। সবাই আহতদের উদ্ধারে ব্যস্ত রয়েছে। সড়কে যানচলাচল স্বাভাবিক করতে কাজ করা হচ্ছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom