শুটিংয়ে ফিরছেন শাহরুখ
সব দুশ্চিন্তা দূরে সরিয়ে নিজের কাজে ফিরতে চলেছেন শাহরুখ

প্রথম নিউজ, ডেস্ক : হঠাৎ করে মাদক কাণ্ডে জড়িয়ে পড়ল ছেলে আরিয়ান খান। কী আর করবেন শাহরুখ! সব সিনেমার শুটিং বাদ দিয়ে ছেলের চিন্তায় দিনরাত এক করলেন। আইনজীবী বদলে ফেললেন। নানা মানুষের শলাপরামর্শ নিলেন। তবুও ছেলের জামিন পেতে ঘাম ছুটল ‘বাদশা’র। তবে এখন কিছুটা শান্তি। ঘরের ছেলে ঘরে ফিরেছে। আদরের আরিয়ান এখন শাহরুখের চোখের সামনে।
তাই সব দুশ্চিন্তা দূরে সরিয়ে নিজের কাজে ফিরতে চলেছেন শাহরুখ। শোনা যাচ্ছে, নতুন ছবি ‘পাঠান’-এর শুটিংয়ের জন্য আগামী মাসে স্পেনে উড়ে যাচ্ছেন শাহরুখ খান।
২০২২ সালের ১৫ আগস্ট মুক্তি পাওয়ার কথা শাহরুখের ‘পাঠান’। কিন্তু মাদক কাণ্ডে আরিয়ান জড়িয়ে পড়ার কারণে এই ছবির শুটিং মাঝপথেই থামিয়ে দিতে বাধ্য হন শাহরুখ। তবে ছেলে ঘরে ফিরে আসায়, এখন কিছুটা স্বস্তিতে রয়েছেন তিনি। তাই আর দেরি না করে কাজে ফিরছেন। শাহরুখ-ঘনিষ্ঠদের থেকে পাওয়া খবর অনুয়ায়ী, সুপারস্টার নাকি জানিয়ে ছিলেন ১৩ নভেম্বর অর্থাৎ আরিয়ানের জন্মদিনের পরেই ফের শুটিং ফ্লোরে ফিরবেন। কারণ, তার হাতে শুধু ‘পাঠান’ নয়, রয়েছে দক্ষিণী পরিচালক অ্য়াটলির নতুন ছবিও।
তাই এই দুই ছবির শুটিং শুরু করার আগে শুধু পরিবারকে সময় দিচ্ছেন শাহরুখ খান। জানা গিয়েছে, পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ ছবির দু’টি গানের শুটিংয়ের জন্যই স্পেনে উড়ে যাবেন শাহরুখ। স্পেনের অদেখা লোকেশনেই হবে এই গানের শুটিং। শাহরুখের সঙ্গে এই শুটিংয়ে থাকবেন দীপিকা পাড়ুকোনও।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: