১২ বছর ধরে গুম ওয়ারেন্ট নিয়ে নিখোঁজ বিএনপি নেতা সুমনের বাসায় পুলিশ

 ১২ বছর ধরে গুম ওয়ারেন্ট নিয়ে নিখোঁজ বিএনপি নেতা সুমনের বাসায় পুলিশ

প্রথম নিউজ, অনলাইন: প্রায় ১২ বছর ধরে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেওয়ার পর থেকে নিখোঁজ ঢাকা মহানগর ৩৮ (বর্তমান ২৫) নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সুমন। ভাইকে ফিরে পেতে এমন গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে নিয়ে ‘মায়ের ডাক’ নামে একটি প্ল্যাটফর্ম থেকে বছরের পর বছর ধরে আন্দোলন করে আসছেন সুমনের বোন সানজিদা ইসলাম তুলি।

বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় সেই সুমনের বাসায় ওয়ারেন্ট নিয়ে গিয়েছিল তেজগাঁও থানা পুলিশ।

শেখ হাসিনা সরকারের টার্গেটেড গুমের শিকার হয়ে নিখোঁজ হওয়ার পর থেকে সুমনের পরিবার এমন ঘটনার শিকার হয়েছেন প্রায়ই। হয়রানিও করা হয়েছে অনেক। কিন্তু ৫ আগস্ট পরবর্তী সময়েও আগের মতো পুলিশ ওয়ারেন্ট নিয়ে এসে নিখোঁজ সুমনকে গ্রেফতার করতে আসবে, তা মানতে পারছেন না তার বোন সানজিদা তুলি।

এ ঘটনায় প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার নিজের ভেরিফাইড ফেসবুকে লিখেছেন, ‘তেজগাঁও থানার একটি দল আজ Sanjida Islam Tulee এর বাসায় যায়, তুলির বলপূর্বক অপহরণের শিকার ভাই, সাজেদুল ইসলাম সুমনকে খুঁজতে। তারা সেখানে গিয়ে দাবি করে সাজেদুল ইসলাম সুমনের নামে নাকি গ্রেফতারি পরোয়ানা আছে।’

তিনি বলেন, ‘এমন একটা নোংরা ঘটনাও কি সম্ভব? সুমনকে প্রায় ১২ বছর আগে গুম করা হয়েছে এবং পরবর্তীতে তার সাথে কী হয়েছে এটা কি বাংলাদেশ পুলিশ অবগত নয়? এভাবে একটা গুমের শিকার পরিবারকে আরও ট্রমাটাইজ করার কি কোনো প্রয়োজনীয়তা ছিল? এই দলটির সদস্যরা নিশ্চই নিজ উদ্যোগে এখানে যাননি। তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি এতটাই ইনকম্পিটেন্ট?’

সাংবাদিক জুলকারনাইন সায়ের আরও লেখেন, ‘আওয়ামী লীগ নেতৃত্বাধীন কর্তৃত্ববাদী সরকারের শাসনামলে সরকারি নিরাপত্তা সংস্থা কর্তৃক বলপূর্বক গুমের শিকারের ভিকটিম পরিবারের অতি পরিচিত প্ল্যাটফর্ম মায়ের ডাক এখান থেকে পরিচালিত হয়, সেটাও কি স্থানীয় পুলিশ থানার অজানা?’

এ ঘটনায় অবশ্য রাতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) দুঃখ প্রকাশ করে একটি ক্ষুদে বার্তা পাঠিয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা ২২ মিনিটে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান ক্ষুদে বার্তায় লেখেন, ‘পরোয়ানা নিয়ে নিখোঁজ সাজেদুল ইসলাম সুমনের বাসায় গমন নিয়ে দুঃখ প্রকাশ করেছে ডিএমপি।’